নবীনগর নিউজ: দুর্বৃত্তদের হামলায় জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন স্থানীয় সংবাদ কর্মীরা ।
আজ শুক্রবার (১৬ জুন) বিকাল ৪ টায় নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনহাজ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সহ-সভাপতি তাজুল ইসলাম, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় শীল প্রমূখ।
সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।দেশে সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে, সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই।
শুধু তাই নয় আমাদের সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করার জন্য সবাইকে আহ্বান জান, এ সময় অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্যের বক্তব্যের পর তিন দিন কালো ব্যাজ ধারণ করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এতে বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
সম্পাদক: মো. সাফিউল আলম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফ্লাট -৮ই, ফরচুন শপিং মল, মৌচাক, ঢাকা-১২১৭
মোবাইল : ০১৮১৪-১৪৬৩৮৭
All rights reserved © 2023 nabinagarnews.com