প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৩, ৩:৩৯ পি.এম
নবীনগরে পুলিশের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা

নবীনগর নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামে মৎস্যচাষী শিমুল মিয়ার উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে জিনদপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য বিল্লাল মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আবুল হোসেন, মোহাম্মদ হারেস, সিহাব আহম্মেদ, হাসান উদ্দিন, রকিবুল হাসান, ফজল মিয়া, হানিফ মিয়া,কুলসুম, আকলিমা,কহিনুর,মুন্নি আক্তার প্রমুখ।
গত বুধবার রাতে ১৫-১৬ জন পুলিশ শিমুল মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর নির্যাতন করে ৫৪ ধারা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে।
এলাকাবাসীর কাছ থেকে জানাযায় পুলিশি বর্বরতার কারণে, সাধারণ মানুষ বলেন প্রতি মামলায় ২০ থেকে ৫০ হাজার টাকা না দিলে মামলা করা যায় না। মিথ্যা মামলা দিয়ে পুলিশ সাধারণ মানুষদেরকে হয়রানি করেন।
জোরালো কন্ঠে আরো বলেন সঠিক তদন্তের মাধ্যমে পুলিশের বিচার দাবি করে।
সম্পাদক: মো. সাফিউল আলম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফ্লাট -৮ই, ফরচুন শপিং মল, মৌচাক, ঢাকা-১২১৭
মোবাইল : ০১৮১৪-১৪৬৩৮৭
All rights reserved © 2023 nabinagarnews.com