শিরোনাম :
নবীনগরে অন্যকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক চেয়ারম্যান প্রার্থী আলমনগর মহাশ্মশান আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন নবীনগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু আলমনগর মাঈনুউদ্দীন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে ভোট কেন্দ্র স্থানান্তরের চক্রান্তে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবীনগর নবীনগরে আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে দোকন ঘর নির্মাণ নবীনগরে অটোরিকশার চাপায় শিশু নিহত নবীনগরে বসুন্ধরা এলপি গ্যাসের সংকট গ্রাহক জিম্মি নবীনগরে শোক সভার অনুষ্ঠানে তাবারক বিতরণে হট্টগোল
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

নবীনগর বীরগাঁও পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন ও মিড ডে মিল চালু উপলক্ষে অভিভাবক সমাবেশ

প্রতিনিধির নাম / ২৫৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

নবীনগর নিউজ:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন ও মিড ডে মিল চালু উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। তিনি তার বক্তৃতায় বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রনী ভূমিকা পালন করতে হবে।শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। স্কুলে পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে।

শিক্ষার্থীদের পড়ালেখায় ফাকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কি-না স্কুলের নাম করে শিক্ষার্থীরা বাড়ি থেকে বের হয়ে এসে ক্লাস ফাকি দিচ্ছে, সময়মত বাড়ি ফিরছে কিনা, সেদিকে খোঁজ খবর রাখতে হবে। এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্যও আহবান জানান তিনি।

অত্র বিদ্যালয়ের সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুলবুল,স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,সহকারী শিক্ষা কর্মকর্তা শিউলী কর,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ,ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি হোসেন সরকার,সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ ছাত্রছাত্রী ও তাদের অভিভাকরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ফুল বাগান উদ্ধোধন করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!