প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৩, ১:২৪ পি.এম
নবীনগরে শোক সভার অনুষ্ঠানে তাবারক বিতরণে হট্টগোল
নিউজ ডেস্ক:আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম নবীর আয়োজনে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বড় বাজারে শোক দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই শোক সভা পালন কালে বাজারের শতাধিক ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। এসময় বাজারে তীব্র যানজট সৃষ্টি হলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি বাজারের মধ্যে দিয়ে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষের।
ফল বিক্রেতা রেজাউল বলেন, বিশৃঙ্খলার কারণে আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আমার বা-পায়ে প্রচণ্ড ব্যথা পায়।
এছাড়াও অনুষ্ঠানের তবারক বিতরণে ব্যাপক হট্টগোল হয়। যদিও ওই সভায় স্থানীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা যায়নি। উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন কমরেড আবু ইসহাক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোবারক হোসেন ভূঁইয়া, ইমদাদুল হক মাখন প্রমূখ।
এ বিষয়ে ব্যারিস্টার নজরুল ইসলাম নবী বলেন, আমি বাজার কমিটির সভাপতির কাছ থেকে অনুমতি নিয়েছি। শোক সভায় কোন হট্টগোল হয়নি , আর অনুষ্ঠান করতে গেলে স্বাভাবিক একটু যানজট হতেই পারে। আপনার আয়োজিত শোক সভায় স্থানীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে দেখা যায়নি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সবাইকেই দাওয়াত দিয়েছি, আসা না আসা তাদের ব্যাপার ।
এদিকে বাজার কমিটির সভাপতি মনির হোসেন বলেন, উনি আমার কাছে অনুমতি নিতে আসলে আমি শোক সভাটি অন্য স্থানে করার কথা বলি। উনি আমার সাথে তরকা তরকির একপর্যায়ে ব্যবসায়ীদেরকে অবৈধ বলে অনুমতি না নিয়ে জোরপূর্বক সরিয়ে শোক সভাটির আয়োজন করেন।
সম্পাদক: মো. সাফিউল আলম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফ্লাট -৮ই, ফরচুন শপিং মল, মৌচাক, ঢাকা-১২১৭
মোবাইল : ০১৮১৪-১৪৬৩৮৭
All rights reserved © 2023 nabinagarnews.com