নবীনগর নিউজ ডেস্ক:ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহ্পুর ইউনিয়নের বাড়িখলা দক্ষীন পাড়ায় বাড়ির পাসে পুকুরের পানিতে তলিয়ে যায়, রাইসা মনি (৪) ও মাইসা মনি (৫) নামে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বাড়িখলা দক্ষীন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা সম্পর্কে আপন বোন। শিশু দু’টি ওই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে।
মারা যাওয়া শিশুদের পরিবারের পক্ষ থেকে জানায়, বাড়িতে যখন মা কাজে ব্যস্ত এই সুযোগে দুই বোন পুকুরপাড়ে খেলতে যায়, এরপর অনেকক্ষণ ধরে মেয়েদের দেখতে না পেয়ে মা খোঁজাখুজি শুরু করেন। একটি ফুটবল পুকুরে ভাসতে দেখে সন্দেহ হয়, স্থানীয় জেলেদের সাহায্যে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।