নবীনগর নিউজ ডেস্ক:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের মহাশ্মশানের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে আলমনগর দক্ষিন পাড়া মহাশ্মশান প্রাঙ্গণে এ সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আলমনগর মহাশ্মশান কমিটির সভাপতি কালিপদ সূত্রধরের সভাপতিত্বে,
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র এড শিব শংকর দাস।
মহাশ্মশান ঘাটের আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু হানিফ, আলমনগর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, আলমনগর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূরে আলম, ডা: শচিন্দ্র সূত্রধর, মনোয়ার হোসেন, আকছিরুল আজিম, শ্মশান কমিটির সাধারণ সম্পাদক নিখিল সূত্রধর, মনোরঞ্জন সূত্রধর প্রমুখ।
এসময় আলমনগর মহাশ্মশানে পূজা-অর্চনার মধ্য দিয়ে সংস্কার কাজটির শুভ উদ্বোধন করেন সুভাষ সূত্রধর।
সম্পাদক: মো. সাফিউল আলম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফ্লাট -৮ই, ফরচুন শপিং মল, মৌচাক, ঢাকা-১২১৭
মোবাইল : ০১৮১৪-১৪৬৩৮৭
All rights reserved © 2023 nabinagarnews.com