নবীনগর নিউজ ডেস্ক: “ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে পাথেয় করে কৃষিক্ষেত্রে নবীন প্রজন্মকে যুক্ত করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুরু হলো কৃষি মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ ‘তারুণ্যের উৎসব ২০২৫’। আধুনিক কৃষি প্রযুক্তি ও তরুণদের উদ্ভাবনী চিন্তাধারাকে কাজে লাগিয়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হল রুমে এক উৎসবমুখর পরিবেশে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ সূচনা করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, স্থানীয় কৃষক এবং বিশেষত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ। এদিনের কর্মসূচিতে প্রতীকী হিসেবে এই ২০ জন প্রতিনিধির হাতে উন্নত মানের কৃষি বীজ তুলে দেওয়া হয়।
উপ-পরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন বলেন, সরকার শিক্ষিত ও তরুণ শ্রেণীকে বাণিজ্যিক কৃষিতে আকৃষ্ট করতে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে। তরুণদের নবীন চিন্তাধারার সংযোজন ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, তরুণদের প্রশিক্ষিত করে কৃষির সঙ্গে যুক্ত করাই এই বীজ বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য।
উপস্থিত তরুণ উদ্যোক্তা ও কৃষক প্রতিনিধিরা সরকারের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষিতে প্রশিক্ষণ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এক নতুন দিক উন্মোচন করবে।
সম্পাদক: মো. সাফিউল আলম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফ্লাট -৮ই, ফরচুন শপিং মল, মৌচাক, ঢাকা-১২১৭
মোবাইল : ০১৮১৪-১৪৬৩৮৭
All rights reserved © 2023 nabinagarnews.com