নবীনগর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন, সদর এসল্যান্ড অফিস এবং পৌর ভূমি অফিসের কর্মীদের উপর এই ন্যাক্কারজনক হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
হামলায় জড়িত অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৯ অক্টোবর বুধবার সকালে নবীনগর উপজেলা পরিষদের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এবং নবীনগর উপজেলা ভূমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার মোঃ সৈয়দ মিয়া এই সমাবেশে সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের সিও লুতফুর রহমান, মোঃ দেলোয়ার হোসাইন, তায়েইবা হুরুন্নেছা, ইফতেখারুল ইসলাম, মোকবুল হোসেন, আজিজুল ইসলাম, রকি দাস, নূরে আলম সহ অন্যান্য সহকারীগণ।
সম্পাদক: মো. সাফিউল আলম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফ্লাট -৮ই, ফরচুন শপিং মল, মৌচাক, ঢাকা-১২১৭
মোবাইল : ০১৮১৪-১৪৬৩৮৭
All rights reserved © 2023 nabinagarnews.com