নবীনগর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি’র সহযোগী সংগঠন কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল কৃষক সমাবেশ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির আলোকে কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীনগর উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
তিনি বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, দিতে হবে — না দিলে কারো রক্ষা নাই। আমরা নির্বাচিত হলে কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। কৃষি বিমার আওতায় ক্ষতিগ্রস্ত কৃষককে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিতে হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কে.এম. মামুন অর রশীদ। তিনি বলেন, দেশের কৃষক আজ অবহেলিত ও বঞ্চিত। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দল আমাকে অথবা যাকেই মনোনয়ন দিবে আমরা সবাই তাকে বিজয়ী করার জন্য মাঠে নেমে যাব।
অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মোঃ জহিরুল হক (জুরু মিয়া)।
সমাবেশ শেষে গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে মনোমুগ্ধকর লাঠিখেলার আয়োজন করা হয়।
সম্পাদক: মো. সাফিউল আলম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফ্লাট -৮ই, ফরচুন শপিং মল, মৌচাক, ঢাকা-১২১৭
মোবাইল : ০১৮১৪-১৪৬৩৮৭
All rights reserved © 2023 nabinagarnews.com