মো. সাফিউল আলম, নবীনগর নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা, নুরজাহানপুর, গ্রাম থেকে দেশীয় অস্ত্র টেটা- বল্লম উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি নবীনগর থানা পুলিশ।
গত কয়েকদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার
পুলিশ সুপার ও নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম, দিকনির্দেশনায়
নবীনগর থানা পুলিশের সংগীয় ফোর্স সহ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা, নুরজাহানপুর, গ্রাম সহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় শতাধিক দেশিয় অস্ত্র তিন কাইট্টা, চল, টেটা ও লাঠি উদ্ধার করা হয়।
নবীনগর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, উপজেলার দাঙ্গা সন্ত্রাস নিরসনে ও যে কোন অপ্রীতিকর ঘটনা বন্ধে কাজ করছি।
এলাকার শান্তি-শৃঙ্খলা লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।