নবীনগর নিউজ: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে (২২ জুন) গতকাল বৃহস্পতিবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন। কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মামুনুর রশীদ, প্রমূখ। ২০২২-২৩ অর্থবছরে/২০২৩-২৪ খরিপ-২ মৌসুমে হাইব্রিড ও উফশী রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯শ’ জন চাষির মাঝে উফসী ধানের বীজ ও এমওপি ও ডিএপি রাসায়নিক সার বিনামূল্যে চাষির মাঝে বিতরণ করা হয়। প্রত্যেক চাষিকে ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন বর্তমান সরকার করোনাপরবর্তী সময়ে কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।