শিরোনাম :
নবীনগরে অন্যকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক চেয়ারম্যান প্রার্থী আলমনগর মহাশ্মশান আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন নবীনগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু আলমনগর মাঈনুউদ্দীন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে ভোট কেন্দ্র স্থানান্তরের চক্রান্তে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবীনগর নবীনগরে আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে দোকন ঘর নির্মাণ নবীনগরে অটোরিকশার চাপায় শিশু নিহত নবীনগরে বসুন্ধরা এলপি গ্যাসের সংকট গ্রাহক জিম্মি নবীনগরে শোক সভার অনুষ্ঠানে তাবারক বিতরণে হট্টগোল
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

নবীনগরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম / ২০১ বার
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

নবীনগর নিউজ :কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অধিদপ্তর এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শনিবার (২২জুলাই) কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্ভোধন করেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও র‌্যালিতে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে উক্ত/এই মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। তিনি মেলার সফলতা কামনা করে আধুনিক প্রযুক্তিতে কৃষি চাষ করে ফসল অধিক উৎপাদনের জন্য কৃষকদের আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক,সদস্য ও প্যানেল জেলা পরিষদ চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, ওসি মো. মাহবুব আলম।

উপসহকারী কৃষি কর্মকর্তা পরিমল সাহার
সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন
উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন,সারের দাম ৪ গুণ বৃদ্ধির কারণে দেশে ভর্তুকির পরিমাণ ৪-৬ গুণ বৃদ্ধি পেয়েছে। বছরে যেখানে আগে ৭ হাজার কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হতো সেখানে গত বছর ভর্তুকি দেয়া হয়েছে ৩০ হাজার কোটি টাকা।

কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও কৃচ্ছতা নীতির মধ্যেও প্রধানমন্ত্রী এই বিশাল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছেন। এটি সারা বিশ্বে অনন্য উদাহরণ।
দেশের বর্ধিত জনগোষ্ঠী খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে কন্দাল ফসল এক গুরুত্বপূর্ণ শস্য। এটি আপদকালীন সবজি হিসেবেও সমাদৃত। যা অনাবাদি, অনুর্বর ও পতিত জমিতে চাষযোগ্য। এসব বিষয়ের ওপর গুরুত্ব দিতে এর আবাদ সম্প্রসারিত হচ্ছে। ভালো ফলন এবং অধিক মূল্যের কারণে কৃষকপর্যায়ে গ্রহণযোগ্যতা বাড়ছে বেশ।

শনিবার (২২ জুলাই ) থেকে শুরু হওয়া এই মেলা চলবে (২৪ জুলাই ) ২০২৩খ্রিঃ পর্যন্ত। মেলার স্টলে বিভিন্ন ধরনের কৃষি পণ্য ও কৃষি সামগ্রী প্রদর্শিত হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!