শিরোনাম :
নবীনগরে অন্যকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক চেয়ারম্যান প্রার্থী আলমনগর মহাশ্মশান আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন নবীনগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু আলমনগর মাঈনুউদ্দীন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে ভোট কেন্দ্র স্থানান্তরের চক্রান্তে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবীনগর নবীনগরে আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে দোকন ঘর নির্মাণ নবীনগরে অটোরিকশার চাপায় শিশু নিহত নবীনগরে বসুন্ধরা এলপি গ্যাসের সংকট গ্রাহক জিম্মি নবীনগরে শোক সভার অনুষ্ঠানে তাবারক বিতরণে হট্টগোল
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

নবীনগরে দ্বিখণ্ডিত আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত

প্রতিনিধির নাম / ৭৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

নবীনগর নিউজ:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।

পরে নবীনগর উপজেলা পরিষদে প্রশাসন কর্তৃক নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এম.পি এবাদুল করিম বুলবুল। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান
জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন,
অফিসার ইনচার্জ মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

এইদিকে নবীনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দুই ভাগে বিভক্ত হয় আওয়ামী লীগ আজ ১৫ই আগস্ট দুপুরে জাতীয় শোক দিবস পালন করেছে।
নবীনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সহানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, আওয়ামীলীগ নেতা জসীমউদ্দীন আহাম্মেদ, শফিকুল ইসলাম, সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

অপরদিকে নবীনগর বড় বাজারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে এডভোকেট সুজিত কুমার দেবের সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য নাসির দ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের জাতীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মী।

পৌরসভার আলিয়াবাদে অপর একটি অনুষ্ঠানেপৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী খাইরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান। এতে আওয়ামী লীগের বিভিন্ন স্থানীয় নেত্রী বর্গ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সহান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের জাতীয় শোক দিবসে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে জাতীয় শোক দিবস পালন করে।

আলোচনাসভা শেষে ১৫ আগস্টে নিহত  বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!