নবীনগর নিউজ ডেস্ক : ভোট গ্রহণের মাত্র দুই দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব। দোয়াত কলম প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচার চালাচ্ছিলেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এই দোয়াত কলম প্রতীকের প্রার্থী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য কাজী জহিরউদ্দিন সিদ্দিক টিটো-কে সমর্থন দিয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এ ঘোষণা দেন তিনি। যদিও ব্যালটে তাঁর প্রতীক রয়ে যাবে।
হাবিব বলেন আমারা পাশাপাশি ইউনিয়নের প্রার্থী দুইজন নির্বাচন করলে দুইজনে পরাজিত হব, রাজনৈতিক মাঠে একসাথে আমাদের সুসম্পর্ক রয়েছে এই সম্মান বজায় রেখে এলাকার মানুষের স্বার্থে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি। বিশেষ করে আমার এলাকা কালঘড়া মানুষের জন্যই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
হাবিবুর রহমান হাবিব যখন এ ঘোষণা দিচ্ছিলেন, তখন তাঁর পাশে ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ শফিকুর রহমান। শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ স্বপন। রসুলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম প্রমুখ।
এ সময় হাবিবুর রহমান হাবিব কৈ মাছ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘যাঁরা আমাকে ভোট দিতে চেয়েছিলেন, তাঁরা কাজী জহিরউদ্দিন সিদ্দিক টিটো-কে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করবেন।
এলাকার স্বার্থে স্বতঃস্ফূর্তভাবে কাজী জহিরউদ্দিন সিদ্দিক টিটো-কে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।’