শিরোনাম :
নবীনগরে খালের স্রোতে ভেসে নিখোঁজ বৃদ্ধের লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার নবীনগরে অন্যকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক চেয়ারম্যান প্রার্থী আলমনগর মহাশ্মশান আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন নবীনগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু আলমনগর মাঈনুউদ্দীন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে ভোট কেন্দ্র স্থানান্তরের চক্রান্তে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবীনগর নবীনগরে আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে দোকন ঘর নির্মাণ নবীনগরে অটোরিকশার চাপায় শিশু নিহত নবীনগরে বসুন্ধরা এলপি গ্যাসের সংকট গ্রাহক জিম্মি
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

নবীনগরে খালের স্রোতে ভেসে নিখোঁজ বৃদ্ধের লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার

প্রতিনিধির নাম / ২৫ বার
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নবীনগর নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর গ্রামের উত্তর সিদ্ধেরসরি খাল পারাপারের সময় তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া ৬৫ বছর বয়সী সিদ্দিকুর রহমান খাঁকে দীর্ঘ ১৬ ঘণ্টা পর সেলিমনগর বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল (১৪ অক্টোবর) রাতে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। এর আগে, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের ১০ ঘণ্টার চেষ্টাও ব্যর্থ হয়। তবে, এই ঘটনায় অসুস্থ হয়ে পড়া সিদ্দিকুর রহমানের ছেলে ইকরাম খাঁ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। সিদ্দিকুর রহমান ছিলেন বিদ্যাকুট খাঁ বাড়ির মৃত সবদর খাঁ এর ছেলে।

গতকাল সকাল ৭টায় সিদ্দিকুর রহমান তার ছেলে ইকরামকে নিয়ে ফসলের জমি পরিষ্কার করতে খালের তীব্র স্রোত পাড় হওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী ছেলে ইকরাম জানান, স্রোতের টানে তলিয়ে যাওয়ার সময় বাবা তাকে সাঁতরে উপরে উঠে যেতে বলেন। একটি মাটির নৌকা ইকরামকে উদ্ধার করলেও তার চোখের সামনেই বাবা বিলের পানিতে তলিয়ে যান।

ঘটনার পরপরই সকাল ৯টায় নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং  দুপুর ১২টায় ভৈরব স্পেশাল ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অপেক্ষার পরও উদ্ধার সম্ভব না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “খালের তীব্র স্রোতে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ রাত ১১টায় উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!