শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২০ নবীনগরে যুবদল নেতা মুকুল গুলিবিদ্ধ, বিএনপির প্রতিবাদ কাঁথা সেলাই আর টিউশনি করেই এইচএসসিতে সুমাইয়ার জিপিএ-৫ নবীনগরে তারুণ্যের উৎসবে কৃষি মন্ত্রণালয়, ভবিষ্যতের খাদ্য যোদ্ধাদের হাতে কৃষি বিজ বিতরণ নবীনগরে খালের স্রোতে ভেসে নিখোঁজ বৃদ্ধের লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার নবীনগরে অন্যকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক চেয়ারম্যান প্রার্থী আলমনগর মহাশ্মশান আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন নবীনগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু আলমনগর মাঈনুউদ্দীন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে ভোট কেন্দ্র স্থানান্তরের চক্রান্তে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

নবীনগরে যুবদল নেতা মুকুল গুলিবিদ্ধ, বিএনপির প্রতিবাদ

প্রতিনিধির নাম / ৮ বার
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নবীনগর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তের  গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গত ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নবীনগর পৌর এলাকার পদ্মপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবদলের সাবেক নেতা মফিজুর রহমান মুকুল সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে তিনি গুরুতর আহত হন।

হামলার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে গুলিবিদ্ধ মুকুলকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা হলেও অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করেন।

গুলিবিদ্ধ মুকুলের বড় ভাই মিজানূর রহমান সাংবাদিকদের জানান, মানুষের গুঞ্জন শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং মুকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এদিকে, যুবদল নেতার উপর হামলার ঘটনায় নবীনগরের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করেন। নবীনগর সমবায় মার্কেট থেকে নবীনগর প্রশাস ইউএনও গেট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতাকর্মীরা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানিয়েছেন, কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

রাজনৈতিক নেতার ওপর এমন সন্ত্রাসী হামলায় এলাকাবাসীর মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!