শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২০ নবীনগরে যুবদল নেতা মুকুল গুলিবিদ্ধ, বিএনপির প্রতিবাদ কাঁথা সেলাই আর টিউশনি করেই এইচএসসিতে সুমাইয়ার জিপিএ-৫ নবীনগরে তারুণ্যের উৎসবে কৃষি মন্ত্রণালয়, ভবিষ্যতের খাদ্য যোদ্ধাদের হাতে কৃষি বিজ বিতরণ নবীনগরে খালের স্রোতে ভেসে নিখোঁজ বৃদ্ধের লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার নবীনগরে অন্যকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক চেয়ারম্যান প্রার্থী আলমনগর মহাশ্মশান আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন নবীনগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু আলমনগর মাঈনুউদ্দীন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে ভোট কেন্দ্র স্থানান্তরের চক্রান্তে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২০

প্রতিনিধির নাম / ৩ বার
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নবীনগর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত আরও ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর, ২০২৫) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
​নিহত নাসির উদ্দিন ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের প্রভাবশালী দুই পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তীব্র বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই আজ সকালে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সমর্থক গোষ্ঠী এবং একই গ্রামের সাচ্চু গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই টেঁটা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। প্রতিপক্ষের আঘাতে সাচ্চু গ্রুপের নাসির উদ্দিন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

​ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!