
নবীনগর নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদ্য সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় এড. মান্নান বলেন, “আমার নেতা বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবো, ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ঘোষণার পর থেকেই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন। এডভোকেট মান্নানের নেতৃত্বে নবীনগর বিএনপি আগামি নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় নেতারা।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এডভোকেট এম. এ. মান্নান নবীনগরের মানুষের কল্যাণ, উন্নয়ন ও অধিকার রক্ষায় নিবেদিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মনোনয়ন পাওয়ার খবর জানাজানি হতেই বিভিন্ন স্থানে আনন্দ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মীরা এড. মান্নানের সুস্বাস্থ্য ও ধানের শীষের বিজয়ের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।