শিরোনাম :
“রাজনৈতিক দলগুলো ব্যর্থ, এবার ইসলামকে সুযোগ দিন- রেজাউল করিম” নবীনগরে কৃষক সমাবেশে শহিদুল ইসলাম বাবুল — “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, দিতে হবে — না দিলে কারো রক্ষা নাই” নবীনগরের ধানের শীষের প্রার্থী এড. এম. এ মান্নান নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড ৩ মুদি গুদাম পুড়ে ছাই, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি দাবি নবীনগরে ভূমি অফিসের কর্মীদের উপর হামলার নিন্দা ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২০ নবীনগরে যুবদল নেতা মুকুল গুলিবিদ্ধ, বিএনপির প্রতিবাদ কাঁথা সেলাই আর টিউশনি করেই এইচএসসিতে সুমাইয়ার জিপিএ-৫ নবীনগরে তারুণ্যের উৎসবে কৃষি মন্ত্রণালয়, ভবিষ্যতের খাদ্য যোদ্ধাদের হাতে কৃষি বিজ বিতরণ নবীনগরে খালের স্রোতে ভেসে নিখোঁজ বৃদ্ধের লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড ৩ মুদি গুদাম পুড়ে ছাই, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি দাবি

প্রতিনিধির নাম / ১৬ বার
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নবীনগর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌর সদর বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে সোনালী ব্যাংক সংলগ্ন জামাল মিয়া মার্কেটে লাগা এই আগুনে একটি চায়ের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় তিনটি মুদি মালামালের  গুদাম পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে জামাল মিয়া মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মার্কেটের নৈশ প্রহরীর চোখে আগুন পড়লে তিনি দ্রুত মার্কেটের মালিক জামাল মিয়াকে বিষয়টি জানান।
তাৎক্ষণিক মার্কেটের মালিক ফায়ার সার্ভিসের জরুরি নাম্বারে ফোন করেন। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
মার্কেটের মালিক জামাল মিয়া বলেন, “বাজারে পাইকারি বিক্রেতাদের ব্যবহৃত এই গুদামগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। নারায়ন শাহ, স্বপন চন্দ্র সাহা, আক্তার হোসেনসহ তাদের গুদাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আক্তার হোসেন জানান, তার চারটি শাটারের মধ্যে দুটি শাটারের মালামাল পুড়ে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, ফায়ার সার্ভিস পানির লাইন ঠিক করতে প্রায় এক ঘণ্টার বেশি সময় নেওয়ায় ক্ষতি আরও বেড়েছে।
নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীতে পাইপ লাগিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারায়ণ সাহার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিলেও ততক্ষণে তিন থেকে চারটি গুদাম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, যেখানে মুদি দোকানের পাইকারি বিক্রেতাদের নিত্যপ্রয়োজনীয় মালামাল মজুত ছিল। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আশেপাশে থাকা অন্যান্য দোকান ও সোনালী ব্যাংকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা সম্ভব হয়েছে।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!