
নবীনগর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বৃহৎ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার।
বক্তব্যে রেজাউল করিম বলেন, জনগণ বহুবার বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছে; এবার ইসলামকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানাই। তিনি বলেন, ইসলামী সরকার ক্ষমতায় এলে দেশের মেধা রাষ্ট্রগঠনে কাজে লাগানো হবে এবং অর্থের অভাবে যেন মেধাবীরা লেখাপড়া থেকে বঞ্চিত না হয়—তার ব্যবস্থা করা হবে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়া জেলা সভাপতি অধ্যাপক মাও. আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
হাজারো মানুষের উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।