
নবীনগর ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ঘোষিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন মনোনয়নবঞ্চিত নেতা কাজী নাজমুল হোসেন তাপসের কর্মী-সমর্থকরা।
সন্ধ্যায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের সাথে নিয়ে নবীনগর আলিয়াবাদ গোল চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সভাপতি আশরাফ হোসেন রুবেল এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর দলের চরম দুঃসময়ে যাকে মাঠের রাজনীতিতে দেখা যায়নি, সেই অ্যাডভোকেট এম এ মান্নানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এমনকি গত ১৫ বছরে তার কোনো রাজনৈতিক কর্মসূচির ছবিও নেই। কর্মীদের সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই এবং তিনি নবীনগরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও অজ্ঞাত।
বক্তারা আরও বলেন, ‘আমাদের একটাই দাবি—যিনি গত ১৭ বছর দলের দুর্দিনে ছিলেন না, তাকে আমরা মেনে নেব না। আমাদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপস। তাই তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে এই আসনে প্রার্থী পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’
উল্লেখ্য, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে অ্যাডভোকেট এম এ মান্নানকে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজকের এই মশাল মিছিল অনুষ্ঠিত হলো।