নবীনগর ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও প্রবীণ আইনজীবী এম এ মান্নান ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচিত হলে এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও বালু দস্যুতা নির্মূল করবেন।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশস্থলটি হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়, যা একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, “আমি ৪০ বছর যাবৎ রাজনীতির মাঠে নবীনগরের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। নবীনগরের মসজিদ, রাস্তাঘাটসহ উন্নয়নের প্রতিটি জায়গা আমার চেনা। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে বালু মহল বা দুর্নীতির কোনো অভিযোগ নেই। আমি সন্ত্রাসী, চাঁদাবাজ ও বালু লুটকারীদের পাশে নেই। জনগণের ভোটে নির্বাচিত হলে এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
দলীয় কোন্দল নিরসন ও ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, তাদের বলি—আসুন বিরোধিতা বন্ধ করে সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করি। মনোনয়ন প্রত্যাশী বাকি সাতজনের সাথে আমি একাধিকবার যোগাযোগ করেছি, প্রয়োজনে দলের ও বিজয়ের স্বার্থে আবারও যোগাযোগ করব। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
নবীনগর পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা। এতে আরও বক্তব্য রাখেন বড়াইল ইউপির সাবেক চেয়ারম্যান আবুল বাশার, নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান এস কে হেলাল, শিবপুর ইউপি চেয়ারম্যান এম আর মজিব, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, মহিলা দলের সভাপতি নাইলা ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাসান, আসাদুজ্জামান দুলাল, সদস্য সচিব কাউছার আহম্মেদ, ফারুক আহম্মেদ এবং হাজী জহিরুল হক জরু প্রমুখ।
সমাবেশ শেষে উপস্থিত হাজারো জনতা অ্যাডভোকেট মান্নানকে স্বাগত জানান এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নির্বাচনী মাঠে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।